চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ও ফেন্সিডিল জব্দ
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ:-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর এলাকা থেকে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় ১৬টি মোবাইল ও ফেন্সিডিল বহনকারী ব্যাগসহ ০৪ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। গোপন তথ্যের ভিত্তিতে গত ১১ জানুয়ারি রাত আনুমানিক ১২টার সময় মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচলনা করে এ-সব মাদক দ্রব্য ও মোবাইল জব্দ করা হয়। জব্দ কৃত মোবাইল ও ফেনসিডিল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, বলেন৷ বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।