ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিঃ নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 12, 2025 - 5:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

স্টাফ রিপোর্টার : নড়াইল জেলার ঐতিহ্যবাহী লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিঃ-এর নবনির্বাচিত কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ৩টায় সমিতি চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি মোঃ এবাদত শিকদারের সভাপতিত্বে এই প্রথম সভায় সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সাধারণ সম্পাদক পদে জটিলতার কারণে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহম্মেদ বাপ্পীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মাজহারুল শুভ্র, এবং কোষাধ্যক্ষ মোঃ আহসানুল হোসেন কবীর প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি মোঃ এবাদত শিকদার বলেন, “ব্যবসায়ীদের মূল্যবান ভোটে আমরা নির্বাচিত হয়েছি। তাদের স্বার্থরক্ষায় আমরা সবসময় নিরপেক্ষ ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। বাজারের ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”

পরে নবনির্বাচিত নেতৃবৃন্দ লোহাগড়া উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে গিয়ে প্রথম সভার রেজুলেশনের কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান বলেন, “লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিঃ একটি নিবন্ধিত সমিতি। সরকারি নির্দেশনা মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফলও ঘোষণা করা হয়েছে। সমিতির প্রথম সভার রেজুলেশন কপি আজ হাতে পেয়েছি।”

সভা শেষে বিকালে বণিক সমিতির নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।