ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হৃদরোগে কুবির এক শিক্ষকের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 20, 2023 - 4:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

তুষার ইমরান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা হৃদরোগে ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হৃদরোগ অবস্থায় কুমিল্লা মুন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।

তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। ২০১৭ সালে শাহ একলিমুর রেজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।