জয়পুরহাটে অধিকার এখানে, এখনই প্রকল্প
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে অধিকার এখানে, এখনই প্রকল্পে আইন ও নীতি অনুসরণ করে ট্রান্সজেন্ডার(হিজরা) জনগোষ্ঠীদের নিয়ে Right Here Right Now – RHRN 2 (অধিকার এখানে এখনই প্রকল্প) অধিকার প্রচারের জন্য হিজরা এবং নীতিনির্ধারকদের মধ্যে সংলাপ সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২ টায় জয়পুরহাট সার্কিট হাউজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অধিকার এখানে, এখনই প্রকল্প ব্র্যাকের আয়োজনে,
ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাশিম, মেডিকেল অফিসার ডাঃ রোমানা আফরিন, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম সরোয়ার হোসেন,
ব্রাকের এরিয়া সমন্বয়ক মাধুরী সূত্রধর, জেলা যুব সংগঠক মূর্শিদা খাতুনসহ অন্যান্য সদস্যরা।
সংলাপ সভায় জেন্ডার বৈচিত্র জনগোষ্ঠী সামাজিক অন্তর্ভুক্তি ও নাগরিক অধিকার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন আয়োজক ও অতিথিরা।