স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ টিটু মিয়া’র পিতা আর নেই
ফারুক আহমেদ,ধর্মপাশা:স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ টিটু মিয়া’র পিতা হাজী মোঃ সফর আলী বৃহস্পতিবার (২৭জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি অনেক গুণগ্রাহী রেখে জান।
মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার (২৮জুলাই) ১১ টার দিকে বাদশাগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোহেন রতন সহ স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো।