ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালির মেরানোতে পৃরবাসী বাংলাদেশীদের ঈদ পুনর্মিলনী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 28, 2023 - 4:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :

ইতালির মেরানো বর্ণাঢ্য আয়োজনে মেরানো বসবাসরত সকল বাংলাদেশীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

ইতালির  মেলানো শহরে
কিম অডিটোরিয়ামে মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সে সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আসেসরে কমুনালে নেড়িও জাকারিয়া, পারতিতো আলেয়ানসা পের মেরানো।
টিসিয়ানো মেসকিনি, আলেয়ানসা পের মেরানো।

প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে আয়োজিত মিলন মেলা স্থানে মেরানো বসবাসরত বাংলাদেশীদের  কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। শিশুকিশোরদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস ছিল।

যৌথভাবে সঞ্চালনায় ছিলেন আনোয়ার হোসেন ও মোস্তাফিজ কামাল কাদের পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, জাতীয় সংগীত, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র  ও পুরস্কার বিতরণী ।

ভেনিস, লন্ডন, রোম থেকে আগত শিল্পীরা  মাতিয়ে রাখেন পুরো অডিটোরিয়াম সে সময় একটুকরো বাংলাদেশে পরিণত হয়।

অংশগ্রহণকারীরা  বলেন কর্মব্যস্ততা মধ্যে এরকম আয়োজন আমাদের ক্লান্তি দূর করে।