এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুদীপ্ত সরকার রাজ
জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনি ধিঃ নওগাঁর নিয়ামতপুরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শিক্ষা বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সুদীপ্ত সরকার রাজ। সে নিহার সরকার ও শুক্লা সরকারের দম্পতি সন্তান সুদীপ্ত সরকার রাজ।
২০২৩ সালের সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৮ জুলাই) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
আনন্দে উদ্ভাসিত সুদীপ্ত সরকার রাজ বলেন, অনেক অনেক খুশি হয়েছি জিপিএ ৫ পেয়ে। এখন বুঝতে পেরেছি পরিশ্রমটা সার্থক হয়েছে। আরো খুশি হয়েছি আব্বু-আম্মুর মুখে হাসি দেখে। শিক্ষার শুরু থেকেই আম্মু ছিলেন ছাড়ার মতো আমার পাশে।
রেজাল্টের আগের দিন রাতে বেশি অস্থিরতা কাজ করেছে। সকালে অনলাইনে সার্চ দিচ্ছিলাম ফলাফল জানার জন্য। এক পর্যায়ে দেখতে পেলাম সেই কাঙ্ক্ষিত ফলাফল। অক্লান্ত পরিশ্রমের কারণে এই কাঙ্ক্ষিত ফলাফল আমি অর্জন করেছি।
সুদীপ্ত সরকার রাজ জানান, কলেজ লাইফে যেন আরো ভালো ফলাফল করতে সবার দোয়া চেয়েছে তিনি।