লালমনিরহাটে উলঙ্গ করে নির্যাতন ; ৩ দিনেও গ্রেফতার হয় কেউ
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সুমন মিয়া নামে এক যুবককে উলঙ্গ করে নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার লিমন মিয়া ও মিলন মিয়া নামে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করলেও ৩ দিনেও ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নির্যাতনের ওই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রাপ্ত অভিযোগ ও ভিডিও’তে দেখা যায়, ওই এলাকার লুৎফর রহমানের পুত্র সুমন মিয়া একই এলাকার জমসের আলীর পুত্র মিলন মিয়া ও এন্তাজ আলীর পুত্র লিমন মিয়ার সাথে ভারতীয় চোরাচালানসহ মাদক ব্যবসা করত। বেশ কিছু ধরে এ ব্যবসা নিয়ে সুমন মিয়ার সাথে মিলন মিয়া ও লিমন মিয়া বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত ২৫ জুলাই রাতে সুমন মিয়াকে আটক করে নির্যাতন করেন লিমন মিয়া ও মিলন মিয়াসহ তাদের লোকজন। নির্যাতনের এক পর্যায়ে তারা সুমন মিয়াকে তারা উলঙ্গ করে নির্যাতন করা হয়। এ সময় সুমনের পুরুষাঙ্গে রশি বেঁধেও নির্যাতন করেন তারা। সেই নির্যাতনের ভিডিও ধারন করেন তারাই। নির্যাতনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। এ ঘটনায় গত ২৮ জুলাই বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন সুমন মিয়া। কিন্তু গত ৩ দিনেও ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সুমন মিয়া জানান, তিনি এক সময় লিমন ও মিলনের মাদক ব্যবসার ভারী হিসেবে কাজ করত। এখন তাদের সাথে মাদক ব্যবসা না করায় তাকে নির্যাতন করা হয়েছে। তবে ওই ঘটনার সাথে জড়িত লিমন মিয়া ও মিলন মিয়ার সাথে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।