ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বর্ণাঢ্য আয়োজনে বাঘায় স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 30, 2023 - 1:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপীত হয়েছে।

বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির উদ্যোগে সংগঠনটির ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার (৩০জুলাই) বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কেটা, আলোচনা সভা, দোয়া মহফিল, বৃক্ষরোপণ ও পরে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজশাহী -৬ (চারঘাট -বাঘা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি।

সাধারণ সম্পাদক ফকরুল হাসান বিপ্লব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মান্নান সরকার মুকুল, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকার, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মতি, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,

সাধারণ সম্পাদক এনামুল হক, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,যুবমহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।