ইতালির বলোনিয়ায় আমরা বর্গপানিগালে বাসী ঐক্য পরিষদের অভিষেক
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :ইতালির বলোনিয়া শহরে প্রতিষ্ঠিত আমরা বর্গপানিগালে বাসী ঐক্য পরিষদ বলোনিয়ার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য আমিনুল ইসলাম । সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন যৌথ ভাবে খালিদ হোসেন সুমন ও সাজ্জাদ হোসেন লাবু ।
পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।কোরআন তেলওয়াত করেন সংগঠনের সহ ধর্মীয় সম্পাদক হাফেজ মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এর পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় । অনুষ্ঠানের শুরুতে সংগঠনের দুই জন মিজানুর রহমান মিন্টু ও সেন্টু মোল্লার মৃত্যু তে শোক প্রকাশ করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন সকলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বলোনিয়া সিটি কর্পোরেশনের মেয়র মাত্তেও লেপোরে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলোনিয়া কর্তিয়েরের ভাইস প্রেসিডেন্ট আলেসান্দ্রো বারবিরিয়েরী। পরে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দুই শিশু তোহা ও নিস্পা।
সে সময় অতিথি থেকে বক্তব্য রাখেন , নিয়ামুল শিকদার, জিল্লুর রহমান মান্নান, আনোয়ার হোসেন , রফিকুল ইসলাম সরদার , দেওয়ান মিজান সোহেল , ডায়ৃন্ড শিকদার , আবুল কালাম বেপারী, ফিরোজ বারী , সালাউদ্দিন হাওলাদার , কামরুজ্জামান লিটন , মোজাম্মেল হক মনু , সামসুল আলম সরকার , আমিরুল ইসলাম জগলু প্রমূখ। বলোনিয়ার বিয়াকোলেলি পার্কে আয়োজিতো অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান টি হাজারো বাংলাদেশিদের মিলন মেলায় পরিনত হয়। সে সময় তৈরী পোশাক ও দেশীয় নানা মুখরোচক খাবারের স্টলে ছিলো নারী পুরুষদের উপচেপরা ভির।
রেছিলো মহিলাদের বালিশ খেলা ও পুরুষের ফুটবল খেলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয় । দুই বছর মেয়াদে গঠিত আমরা বর্গপানিগালে বাসী ঐক্য পরিষদের সভাপতি মুহাম্মদ মাহাবুব হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল হোসেন সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচয় করিয়ে দেয়া হয় ও ফুল দিয়ে বরন করেনেয়া হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ইল্যান্ড ও ইতালি সহ স্হানীয় শিল্পীবৃন্দ।