ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে অগ্নি সংযোগের অভিযোগ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 31, 2023 - 4:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গরুর খাদ্য থরের পালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে ওই গ্রামের হাবিবুর রহমান এ অভিযোগ করে বলেন,  জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে গতকাল রোববার দিবাগত মধ্য রাতে তার খরের পালায় আগুন লাগিয়ে দেন প্রতিপক্ষেরা।

এতে কৃষক হাবিবুর রহমানের প্রায় ৬ বিঘা জমির খর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

হাবিবুর রহমান বলেন, আমার সাথে প্রতিবেশী ফিরোজ হোসেন, তার ছেলে রাশেল হোসেন, ভাই অহেদুল ইসলাম, অহিদুলের ছেলে আরাফাত হোসেন এবং  শহিদুল ইসলাম ও তার ছেলে শাহিনুর রহমানের বিরোধ চলে আসছিল।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমাকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করতে প্রতিপক্ষরা আমার গরু খাদ্যের মূল উৎস খরের পালায় আগুন দিয়ে পুড়ে দিয়েছে, আমি ক্ষতিপূরনসহ দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।

এ ছাড়া এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে হাবিবুর।অভিযুক্তদের পক্ষে ফিরোজ হোসাইনের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন তিনি।