ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে আপনারা উন্নয়নের পক্ষে—-খাদ্যমন্ত্রী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 2, 2023 - 2:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমান করতে হবে আপনারা উন্নয়নের পক্ষে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে। সামনে নির্বাচন, এটা কিš‘ ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচন না,

এটা উপজেলা নির্বাচন না, এটা সরকার ক্ষমতায় থাকা না থাকার নির্বাচন। তাই এখনই সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে শেখ হাসিনার এই উন্নয়নমূলক কর্মকান্ড ধরে রাখবেন কি রাখবেন না? আরো দেশে উন্নয়ন করবেন কি করবেন না? আমাদের যে সমস্ত উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাটের কাজ বাঁকী আছে, সেগুলো করবেন কি করবেন না? সেই সিদ্ধান্ত নিতে হবে সামনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে।

যারা লাফালাফি করে তারা কিš‘ এ দেশের জন্য কিছুই করেনি। তারা হাঁস তো দূরে থাক একটি মুরগীও আপনাদের দেখাই নাই। ২ আগষ্ট বুধবার বেলা ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভ্যাটেরিনারী হাসাপাতাল কর্তৃক আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে হাঁস, হাঁসের ঘর ও খাবার বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী।

ভেটেরিনারী সার্জন ডাঃ আরিফুল ইসলামের স ালনায় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুবুল আরম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আজাহারুল ইসলাম বুলু, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦

ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন প্রমূখ।