ইতালির ভেনিসে জোবানি পের লা, উমানিতা’র আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩ সম্পন্ন
জাকির হোসেন সুমন, ব্যাুরো চিফ ইউরোপ : খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতিপাদ্য নিয়ে ইতালির ভেনিসে জোবানি পের লা উমানিতার আয়োজনে দ্বিতীয় বারের মত ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩ সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ভেনিসের কামপালতো মাঠে । এই টুর্নামেন্টে শিরোপা জিতেছে ভৈরব একাদশ। চলতি বছর এই টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।
দিনের প্রথম খেলায় সেমিফাইনালে মুখোমুখি হন ভেনিস ক্রিকেট ক্লাব বনাম ত্রেভিজো বাংলা টাইগার্স । এতে জয়লাভ করে ফাইনাল উত্তীর্ণ হন ত্রেভিজো বাংলা টাইগার্স । দিনের দ্বিতীয় খেলায় সেমিফাইনালে মুখোমুখি হন পাদোভা স্টার ইলেভেন বনাম ভৈরব ক্রিকেট একাদশ। টুর্নামেন্টে ভৈরব ক্রিকেট একাদশ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হন।
টুর্নামেন্টের ফাইনাল খেলা মুখোমুখি হন ত্রেভিজো বাংলা টাইগার্স বনাম ভৈরব ক্রিকেট একাদশ।
ফাইনাল খেলায় ত্রেভিজো বাংলা টাইগার্স ৮ উইকেটে হারিয়ে ভৈরব ক্রিকেট একাদশ ফাইনালে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ভৈরব ক্রিকেটে একাদশের দিনার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে পাদোভা ষ্টার ইলেভেনের খেলোয়াড় ইদ্রিস।টুর্নামেন্টের সেরা বলার নির্বাচিত হয়েছে ভৈরব ক্রিকেট একাদশের শাওন।
টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছে ত্রেভিজো বাংলা টাইগার এর খেলোয়াড় নাজমুল হোসেন
টুর্নামেন্টের সেরা বেটার হিসেবে নির্বাচিত হয়েছে ভৈরব ক্রিকেট একাদশের দিনার। প্রধান স্পন্সর ও পৃষ্ঠপোষকতায় ছিলেন ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের সাধারন সম্পাদক মশিউর রহমান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, তাজুল ইসলাম, মোবারক হোসেন, ফখরুল চৌধুরী, শহিদুল্লাহ মোহাম্মদ স্বাধীন, জামাল খান, মোঃ আব্দুল জলিল ও মিজানুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন ফাভারো মিউনিসিপাল ভেনিসের প্রেসিডেন্ট মার্কো বেল্লাতো। সাবেক অনোরারী কনসুলার মিলান কনসুলেট জান আলবের্ত ছেবাছতিয়েরী স্কারপা সহ ভেনিসে বসবাসরত সামাজিক রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।