ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তাহিরপুরে বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 5, 2023 - 12:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ (৫আগস্ট)শনিবার সকালে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে,শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ ও যুব ঋণ বিতরণ শেষে,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি,তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,তাহিরপুর উপজেলা যুব লীগের আহবায়ক হাফিজ উদ্দিন (পলাশ) প্রমুখ।

এছাড়া অদ্য বিকাল ৪ ঘটিনায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।