ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি শোক দিবসে দুঃস্থদের মাঝে খাবার ও বিনা মুল্যে চিকিৎসা প্রদান করেন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 15, 2023 - 2:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 141 বার

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ১৫ আগষ্ট  বেলা ৩ টা পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীনস্থ ধামইরহাটের কালুপাড়া বিওপির দায়িত্বপুর্ণ এলাকার কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ১ শত জন অসুস্থ গরীব দুঃস্থদের মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামুল্যে  চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পরবর্তীতে বেলা ৫ টায় চকিলাম বিওপির দায়িত্বপুর্ণ সীমান্ত এলাকার দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ শত জন গরীব ও দুঃস্থদের মাঝে ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. হামিদ উদ্দিন, পিএসসি কর্তৃক খাদ্য সামগ্রী চাল, ডাল, তৈল, চিনি ও আলু বিতরণ করেন। বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ শেষে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে ও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। এ সময় পত্নীতলা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন।