নজিরিয়া নঈমিয়া মাদ্রাসায় জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন
চট্টগ্রাম: মাহমুদ নগর, আফজল মাঝির পাড়া, চান্দগাঁও, চট্টগ্রামে অবস্থিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় সরকারি নির্দেশনার আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
গতকাল ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পবিত্র ক্বোরআন শরীফ তেলাওয়াত, ক্বেরাত, না’তে মোস্তফা (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম) আদায়, বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা, রচনা প্রতিযোগিতা, কবিতা- আবৃত্তি, বৃক্ষ রোপন সহ বিভিন্ন প্রতিযোগিতা এবং মিলাদ-দোয়া মাহফিল সম্পন্ন হয়।
মাদ্রাসার অধ্যক্ষ এর সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী জাতীয় শোক দিবস এর কর্মসূচীতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদ পত্র এবং পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের সম্মানিত এলাকাবাসী, সম্মানিত অভিভাবক মহোদয়গণ এবং গভর্ণিং বডির সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
একটি আদর্শ মডেল মাদ্রাসা হিসেবে নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার কার্যক্রম এগিয়ে যাচ্ছে, শিক্ষার মানোন্নয়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, ভিশন ২০৪১ বাস্তবায়নে পরিচালিত অত্র মাদ্রাসার বিভিন্ন শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ এর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে জনগুরুত্বপূর্ণ অবদান রাখছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার লক্ষ্যে যথাযথ সুশিক্ষা নিশ্চিত করণে সকলের দৃষ্টি আকর্ষণ করেন মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়। উক্ত শোক দিবসে গভর্ণিং বডির সভাপতি, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষীকা কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এগিয়ে চলা এ মাদ্রাসার উত্তোরোত্তর সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ জানান অধ্যক্ষ ।
মিলাদ মাহফিল, দোয়া মুনাযাত পরিচালনার মাধ্যমে নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ এর সকল কর্মসূচী সফলভাবে সমাপ্ত হয়।