ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ১০:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বদলগাছীতে বৈকুন্ঠপুর বাজারে ডাকাতীর ঘটনায় ৭ ডাকাত গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 24, 2023 - 12:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 95 বার
মো:শাকিল হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বৈকুন্ঠপুর বাজারে নৈশ্য প্রহরীদের বেঁধে রেখে ডাকাতীর ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকাল ৪টায় থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিৎ করা হয়। প্রেস ব্রিফিংয়ে বলা হয় নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ রাশিদুল হক এর নেতৃত্বে গত ১০ আগষ্ট রাতে ডাকাতির ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান পিপিএম,
অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল, ডিবি ইনচার্জ হাশমত আলী ও থানা অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান বার বার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের অবস্থান শনাক্ত করেন। গত ১৬ আগষ্ট থেকে ২০ আগষ্ট পর্যন্ত পুলিশের এই টিম অভিযান চালিয়ে আত্রাই উপজেলার বলরাম চক গ্রামের ওছমান সরদারের পুত্র ওয়াজ কুরনী(৩৭), নওগাঁ সদর থানার ভবানীপুরের সামসু শেখ এর
ছেলে বেলাল শেখ(২৬) ও রবিউল ইসলাম(৩২), আদমদীঘি থানার আবু বক্কর(৫৫) ও সাতিল গ্রামের নানটু(৩২), আত্রাই থানার এনামুল, নওগাঁ সদর থানার আসাদুল(২৯)কে গ্রেপ্তার করে এবং ডাকাতি করা মালামাল উদ্ধার করে। এর মধ্যে আসামী নানটু দিনের বেলা মটর সাইকেল যোগে এসে ঘটনাস্থল পর্যবেক্ষন করে যাওয়ার পর তারা ডাকাতির প্রস্তুতি নেয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের ও গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। আসামী রবিউল আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।