বিএমএসএস পত্নীতলা উপজেলা কমিটি গঠন
রুবাইত হাসান, স্টাফ করেসপন্ডেন্ট : দৈনিক মানবকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রবিউল ইসলামকে সভাপতি ও দৈনিক সময়ের কাগজ উপজেলা প্রতিনিধি মোকছেদুল ইসলামকে সম্পাদক করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পত্নীতলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার দিনব্যাপী বদলগাছী উপজেলা ডাকবাংলো মিলনায়তনে সাংবাদিকদের এক মিলনমেলা শেষে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির উদ্দেশ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, আশাকরি সকলে সাংবাদিক নির্যাতন ও হামলা-মামলার বিরুদ্ধে আজ থেকে রাজপথে নেমে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক হবেন। আজ থেকে আমাদের মতো আপনারাও নেতা নন ; সহযোদ্ধা হয়ে কাজ করবেন এবং নির্যাতিত সাংবাদিকদের ছায়াতল হিসেবে সংগঠনের সুনাম সমগ্র বিশ্বে ছড়িয়ে দেবেন।