বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের স্মরণে শোকসভা দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত
রুবাইত হাসান,স্টাফ করেসপন্ডেন্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে শোকসভা, দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ” বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি ও “বঙ্গবন্ধু সোনার বাংলা ট্রাস্ট” কেন্দ্রীয় কমিটির যৌথ আয়োজনে রাজধানী ঢাকার “ঢাকা এভিয়েশন ক্লাব লিমিটেডে” এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারন সম্পাদক ডা. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আওলাদ জান চৌধুরি।
উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলী ও সদস্যগণসহ , বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন, তারা বলেন বঙ্গবন্ধু শুধু বাংলার নেতা নয় তিনি বিশ্ব নেতা হিসাবে বিশ্বব্যাপী পরিচিত। আগামীর প্রজন্ম যেন বঙ্গবন্ধু’র আদর্শে আদর্শিত হয়ে সোনার বাংলা গঠনে ভূমিকা নিতে পারে তার ব্যবস্থা গ্রহন করতে হবে বলে উল্লেখ্য করেন। বক্তব্য পর্ব শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের মাগফেরাত কামনাসহ , দেশ ও জাতির কল্যানে দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সুসম্পন্ন হয়।