ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 16, 2023 - 11:37 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 87 বার

মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি:: গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বিকালে ভাওয়ালগড় ইউনিয়নে ৫নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ভাওয়ালগড়ের নয়াপাড়া এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈম মোল্লার সভাপতিত্বে এবং ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খাঁন ও বাবলু আহম্মেদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন মাস্টার।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ইকবাল আহমেদ,গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাজ্বী ইসমাইল হোসেন,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র

সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মন্ডল,গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রতন চৌধুরী,ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হোসেন,৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হালিম,যুবদল নেতা কাজল আহমেদ রিয়াজ,গাজীপুর সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাছিমা আক্তার,সাধারণ সম্পাদক জুলেখা খাতুন,গাজীপুর জেলা মহিলাদলের সদস্য হেলেনা আক্তার,ভাওয়ালগড় ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী নাছিমা,সিনিয়র সহ-সভাপতি হাসিনা,

সাধারণ সম্পাদক মিনারা, মির্জাপুর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী মিতালী আক্তার মিতু,সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার,পিরুজালী ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী রুজিনা আক্তার ছবি,সাধারণ সম্পাদক লায়লী,ফেরদৌসি আক্তার,ভাওয়ালগড় ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন মোল্লা,৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকদলের ৫নং ওয়ার্ডের সভাপতি কামরুজ্জামান কামরুল,সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম,মমতাজ উদ্দিন, ইমান আলী,নূর নবী,ফালু পাঠান,শাহজাহান শেখসহ পাঁচ শতাধিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা আন্দোলনের মাধ্যমে সরকার পতন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন। এছাড়াও দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তি কামনায় দোয়া চেয়েছেন তারা।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত শেষে সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয়।