মুক্তাগাছা থানাকে আদর্শ থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন ওসি
রায়হান আহমেদ, ময়মনসিংহ: মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ একজন পারদর্শী পুলিশ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশের এ কর্মকর্তা স্মার্ট এবং পারদর্শী কারণ তিনি পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন এবং চৌকষ ও বিচক্ষণ।
মুক্তাগাছা থানা ময়মনসিংহের নিকটতম থানা হওয়ায় মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়ার দিক নির্দেশনায় সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে পারেন।
ওসি আব্দুল মজিদ মুক্তাগাছা থানায় যোগদানের কয়েক মাসের মধ্যেই মুক্তাগাছা এলাকায় চমক সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। তিনি স্বল্প সময়ে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসির পদক অর্জন করেছেন। মুক্তাগাছা বাসীর ধারণা আব্দুল মজিদ সততা বিচক্ষণতা এবং স্মার্ট ওসি বলেই এ পুরস্কারটি তিনি অর্জন করেছেন। এটা তার আগামী পথ চলার সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।
এর ফলে মুক্তাগাছার আইনশৃঙ্খলা সার্বিকভাবে উন্নতি পরিলক্ষিত হচ্ছে। মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম নিয়মিত পরিচালনা করছেন। তিনি সকল দল মতের ঊর্ধ্বে থেকে বাংলাদেশ পুলিশের আইন মোতাবেক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, বাল্য বিবাহ প্রতিরোধ, জুয়া খেলা কঠোর হস্তে দমন করে যাচ্ছেন।