ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও নবাগত ওসির মত বিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 20, 2023 - 10:51 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা চেয়ারম্যান ও নবাগত ওসির সঙ্গে পৃথক ভাবে সাংবাদিকদের মত বিনিময় হয়। ২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় ধামইরহাট প্রেস ক্লাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডলের সঙ্গে মত বিনিময় হয়েছে। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা দেওয়ার অঙ্গিকার করেণ।

পরে ১২ টায় ধামইরহাট থানায় সদ্যই যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দীন ফারুকী, বিপিএম, পিপিএম এর সাথে ওসির চেম্বারে মত বিনিময় হয়। মত বিনিময় কালে তিনি বলেন, “মাদকের ব্যাপারে আমি শক্ত অবস্থানে আমি। আমার কোন সৈনিক মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বা অর্থের লেনদেন করলে তার বিরুদ্ধে কঠর ব্যবস্থা গ্রহন করা হবে।” এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. মোজাম্মেল হক, আব্দুল আজিজ মন্ডল, সন্তোষ কুমার সাহ, আবু হেনা মোস্তফা কামাল (বাবু), সেলিম রেজা (রিপন), মাসুদ সরকার প্রমুখ।