ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারী এলাকা হতে পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 20, 2023 - 3:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি: রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারী এলাকা হতে ১০ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রাত ১টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন সুইপার কলোনী এলাকায় ও ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় ৩টি পৃথক অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ১০ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। রমজান (৩৬), ২। মোঃ সাফায়েত হোসেন (২৩), ৩। মোঃ জীবন হোসেন (২৩), ৪। মোঃ সুমন (৪২), ৫। মোঃ ফারুক হোসেন (৪১), ৬। হাবিবুর রহমান (৩৫), ৭। মোঃ তামজিদ হোসেন রবিন (৩০), ২৮। মোঃ ফজলুর রহমান রানা (৩৩), ৯। মোঃ মোস্তফা কামাল হাসান (৩৫) ও ১০। মোঃ শফিক (৩৬) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- এগার হাজার আটশত টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।