ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের নবিন বরণ অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 10, 2023 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 148 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আব্দুর রউফ এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে তাদের বরণ করে নেয়। কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোসা. মোসফেকা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার ছাড়াও আরও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী, মোরশেদুল আলম, প্রভাষক বদিউল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার , প্রদর্শক মো. আবু সাঈদ, হারুন আল রশীদ, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সুফল চন্দ্র বর্মন, উজ্জ্বল হোসেন, একে নোমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ।