ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 11, 2023 - 3:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

মো.লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলায় প্রায় দেড় কেজির ওজনের অধিক গাঁজার গাছসহ মাহমুদুল ইসলাম (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে খানসামা থানা পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ৯ ঘটিকার সময় উপজেলার আমতলী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই তছিরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মাহমুদুল গোবিন্দপুর গ্রামের আমতলী বাজার এলাকার মো. উজির আলীর ছেলে।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের বাড়ির পাশে পটল ক্ষেতের আড়ালে চাষ করতেন।কয়েকদিন অতি বৃষ্টি হওয়ার কারণে কয়েকটি গাঁজার গাছ মারা যায়। সেখানকার একটি গাছ বেশ পুরনো হওয়ায় বেঁচে যায়। যার ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।