ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৭:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে বিএনপির সাবেক এমপি কালামকে আটকের চেষ্টা, গ্রেপ্তার ৫

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 31, 2023 - 8:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী কে সম্প্রতি বিস্ফোরক আইনে হওয়া একটি মামলায় আটকের চেষ্টা এবং বিএনপির ৫ নেতাকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সাবেক সংসদ সদস্যর বাসভবনের সামনে থেকে দুইজন এবং পরে একই স্থান আর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জীবন, যুব বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে রিংকু চৌধুরী ও গোড়াই ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়া।

 

ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবন ঘেরাও করে তাকে আটকের চেষ্টা করে পুলিশ। কিন্তু অবরোধ কর্মসূচী পালনের লক্ষ্যে সেখানে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীরা তার আটক হওয়া প্রতিরোধ করে। সেসময় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং স্থানীয় মসজিদ থেকে বিএনপির পক্ষ থেকে এলাকাবাসীকে এগিয়ে আসার ঘোষণা দেয়া হয়। পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি চলাকালে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বে লাঠিশোটা হাতে একটি মিছিল বের হয়। সাবেক সংসদ সদস্য আবুল কালামের বাড়ির সামনে পৌছলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। তবে পুলিশের কথায় তারা এলাকা ত্যাগ করে।

বিএনপির সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, পুলিশ আমার বাসভবনে এসে আমাকে আটকের চেষ্টা করেছে। নেক্কারজনকভাবে আমার বাসার ভিতরে দরজা ভাঙচুর করেছে, দলের কয়েকজন নেতা কে আটক করেছে, আওয়ামী লীগের লোকজন আমার বাড়ির সামনে লাঠিশোটা হাতে মিছিল করেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সম্প্রতি বিস্ফোরক আইনে হওয়া একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।