তানোরে অবরোধ সমর্থনে সড়কে খড় জ্বালিয়ে বিএনপির পিকে
সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া বাজার থেকে কিছুর দুরে চৌকিরহাট এলাকায় সড়কে খড় জ্বালিয়ে অবরোধ সমর্থনে পিকেটিং করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। সকাল ৭টার দিকে এই পিকেটিং করেন তারা। এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, ঠিকাদার ইয়াসিন আলী শাহ, মাহবুর মোল্লা, চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মজিবর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিউতুল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী পলি বেগমসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তানোর থানার অফসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।