ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে কমিউনিটি পুলিশং ডে উদযাপিত!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 5, 2023 - 2:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে রাজশাহীর তানোর থানায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসের সূচনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৪ নভেম্বর সকাল ১১টার দিকে তানোর থানা চত্বরে থানার ওসি আব্দুর রহিমের সঞ্চলনায় পুলিশ জনতা ঐক্য করি- স্মার্ট বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান পিপিএম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন ও জেলা কৃষকলীগের যুগ্নসাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুনন্নবী চৌধুরী (বাবু), চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান। ওয়ার্ড কাউন্সিলর এনতাজ আলী প্রমুখ।