কেরানীগঞ্জে আওয়াামী লীগের সম্ভাব্য এমপি পার্থী শাহীন আহমেদের নির্বাচনী গনসংযোগ
কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জে ঢাকা ২ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থী উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন। মডেল থানার খোলামোরা খেয়া ঘাট থেকে এই নির্বাচনী গনসংযোগ শুরু করে খোলামোরা বাজার হয়ে নুরুন্ডি গিয়ে শেষ হয় ।
এ সময় দাকানে দোকানে, যানবাহনে এবং বাড়িতে বাড়িরত , শাহীন আহমেদের পক্ষে লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন পেশার মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেন।। গনসংযোগের আগে খোলামোরা বাজার এলাকায় শাহীন আহমেদ এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।