সকল যোগ্যতা থাকা সত্বেও এম পিও বঞ্চিত – বিন্নাকুড়ী উচ্চ বিদ্যালয়
স্টাফ রিপোর্টের : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ী উচ্চ বিদ্যালয় যার EllN – 111907 আজো এম পিও ভূক্ত হয়নি – বড়ই আক্ষেপের সাথেএমনটাই জানিয়েছেন বিদ্যালয়টির বর্তমান ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল মালেক।
তিনি এই প্রতিবেদককে জানান বিগত ২০০০ সালে বিদ্যালয়টি জুনিয়র হাইস্কুল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এলাকার শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। এরপর বিগত ২০০৭ সালে বিদ্যালয়টি একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ের অনুমতি পাওয়ার পর বিদ্যালয়টির শিক্ষার্থীরা এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্ব দেখিয়ে আসছে।
তিনি আরো বলেন শিক্ষা মন্ত্রণালয়ে বিদ্যালয়টিকে এম পিও ভূক্ত করার আবেদন করলেও অদ্যবধি কোনো সাড়া না পাওয়ায় বিদ্যালের শিক্ষক – কর্মচারীগণ চরম হতাশায় ভুগছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় ৬ ষ্ঠ হতে ১০ম শ্রেণিরতে বর্তমানে ৩২৬ জন ছেলে-মেয়ে শিক্ষার্থী রয়েছে। ২০২৪ সালে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫৩ জন্য নির্ধারিত ফর্ম ফিলাপ করেছে।
তিনি আরো জানান সরকারীভাবে বিদ্যালয়টির চারতলা ভবন নির্মান বিগত ৫ বছর পূর্বে শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান অদ্যবদি ভবনের কাজ সম্পুর্ন করেনি এতে জীবনের ঝুঁকি নিয়ে ভবটিতে শিক্ষার্থীদের পাঠদনা করছেন শিক্ষকগণ। তিনি আরো অভিযোগ করে বলেন এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বার বার যোগাযোগ করেও কোনা সাড়া পাওয়া যায়নি।
এদিকে দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে বিনা বেতনে ৮ জন পুরুষ এবং ২ জন মহিলা শিক্ষক, ৩য় শ্রেণির ১জন ও ৪র্থ শ্রেণির ২ জন কর্মচারী আর্থিক অনটনে তাদের পরিবারের সদস্যদের নিয়ে অতিব মানবেতর জীবনযাপন করছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ রুহুল কুদ্দুস এই প্রতিবেদকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর শুভদৃষ্টি কামনা করে বলেন – আমার জীবদ্দশায় একমাত্র ইচ্ছা বিন্নাকুড়ী উচ্চ বিদ্যায়টি যাতে এম পি ও ভূক্ত হয়।
আমি যেনো জীবদ্দশায় এম পি ও ভূক্ত শিক্ষক হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করতে পারি এটাই আমার জীবনের শেষ ইচ্ছে।