ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 15, 2023 - 5:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে র‍্যাব গ্রেফতারকৃতরা হলেন মনজুর আক্তার জলি (২৬), মাহফুজা আক্তার (২১), মোঃ আজাদ হোসেন (১৯)।

গতকাল বিকালে রাজেন্দ্রপুর র‍্যাব মিডিয়া সেন্টার থেকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব -১০ এর উপপরিচালক ( মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম। তিনি জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার তেঘরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৪ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্য মানের ১৫৫ বোতল ফেন্সিডিলসহতিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জের লৌহজং ও ঢাকার কেরাণীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।