বড়লেখায় নিসচা’র আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃশহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এতিমখানায় দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার চন্ডিনগর বড়গুল দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় প্রবাসী শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান পারভেজ, আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল, আফজাল হোসেন রুমেল ও এমরান আহমদ প্রমুখ।
এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা ও এতিমখানার মুহতামীম হযরত মাওলানা আব্দুল কাদির।
উল্লেখ্য, নিসচা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রমসহ, প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে অব্যাহত রয়েছে তাছাড়া যথাযোগ্য মর্যাদায় দেশের প্রতিটি জাতীয় দিবস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস স্বতঃস্ফূর্তভাবে পালন করে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।