ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

৭ বৎসর ধরে ছোট ভাইকে খুঁজছেন জাহিদুল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 20, 2023 - 1:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামের মৃত. অছিম উদ্দীন মন্ডলের ছেলে জিয়াউর রহমান জিয়া,

পেশায় একজন ভ্যান চালক, সংসার জুড়ে ২ ছেলে সন্তান রয়েছে, স্ত্রী ঘর ছেড়ে যাওয়ায় মনের দু:খে ৭ বৎসর আগে ঢাকায় রিকশা চালাতে যায়, এরপর পরিবারের সদস্যদের সাথে মাঝেমধ্যে ফোনে যোগাযোগ হলেও সর্বশেষ ৫-৬ বৎসর থেকে তার কোন হদিস মিলছে না।

সর্বশেষ বড় ভাই জাহিদুল ইসলাম, তালশন গ্রামের ঢাকায় অবস্থানকারী বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেও ছোট ভাইয়ের সন্ধান পাচ্ছে না, তিনি জানায়, ২০১৬ সালে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি, ঢাকার বিভিন্ন জায়গায় ভাইয়ের কোন সন্ধান না পেয়ে সম্প্রতি তিনি ক্ষেতলাল থানায় সাধারণ ডায়েরী করতে যান, তবে পুলিশ বেশ কয়েক বছর আগের ঘটনা হওয়ায় সাধারণ ডায়েরী হিসেবে গ্রহন করেননি।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি দীর্ঘ দিনের এবং আমার ক্ষেতলাল উপজেলা থেকেও হারিয়ে যায়নি, জিয়াউর রহমান জিয়া ঢাকায় কর্মরত অবস্থায় বর্তমানে নিখোঁজ রয়েছেন।