ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রাম দারুল ইরফান একাডেমীর বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 24, 2023 - 6:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 100 বার

চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত দারুল ইরফান একাডেমির ২০২৩ সালের বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।

গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার ও ২৩ ডিসেম্বর শনিবার ২ দিন ব্যাপি একাডেমির আঙ্গিনায় অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ কেফায়েত উল্লাহর। মাওলানা জসীমউদ্দীন ও মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ ইনামুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির চিফ কো-অর্ডিনেটর বিশিষ্ট লেখক জনাব নুরুল ইসলাম, অর্থ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাওলানা মমতাজুর রহমান, একাডেমির ভাইস প্রিন্সিপাল মিসেস হাসিনা ইয়াসমিন, মাস্টার নুরুস সালাম, ইঞ্জিনিয়ার মিসবাহ উদ্দিন, ডাক্তার গিয়াস উদ্দিন, মাওলানা মোঃ ইউনুস, মাস্টার জিয়াউল হক প্রমুখ।

প্রোগ্রামে প্রতি ক্লাসের প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়। ২০২৩ সালের স্টুডেন্ট অফ দ্যা ইয়ার হিসেবে নির্বাচিত হন দিবা শাখার নবম শ্রেণির ছাত্র মোঃ আমিমুল ইহসান।

প্রাত: শাখায় স্টুডেন্ট অফ দ্যা ইয়ার নির্বাচিত হন যথাক্রমে নাবিহা তাসনিম ও ফারিহা সিদ্দিকা জোবাইদা।
সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করেন।