ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁর নিয়ামতপুরে এক ব্যবসায়ীকে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 18, 2024 - 6:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার
নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে নিত্যপণ্যের অতিরিক্ত দাম রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাই ভাই ট্রের্ডাস এর স্বত্বাধিকার হুমায়ুন কবীরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর বাজারে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছেন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুদ্দোহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকতা আমিনুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।