বাঘার আড়ানীতে খোকন কসাই এর হাতে মামুন খুন
বাঘা(রাজশাহী)প্রতিনিধি:দু’জনেই মাংস বিক্রেতা। হঠাৎ কথা কাটাকাটি, কিছু বুঝে উঠার আগেই মামুনের বুকে ছুরির আঘাত। শেষমেষ মৃত্যুর কোলে ঢলে পড়েন নাবালক দুই সন্তানের পিতা মামুন। কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী পৌরসভার মাংস বাজারে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে আড়ানী পৌর বাজারে মাংস ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে কথা কাটাটি শুরু হয় খোকন কসাই ও মামুন কসাই এর মধ্যে। এক পর্যায়ে খোকন তার হাতে থাকা ছুরি দিয়ে মামুনের বুকে আঘাত করে। চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথেই মামুনের মৃত্যু হয়।
আড়ানী পিয়াদাপাড়া গ্রামের বক্স আলীর ছেলে মিজানুর রহমান খোকন ও একই এলাকার রহিম আলীর ছেলে নিহত ব্যক্তি মামুন হোসেন (৩২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তবে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল জানান স্থানীয়রা।
আড়ানী পৌর বাজারের মাংস ব্যবসায়িদের সাথে কথা বলে জানা যায়, দুজনের মধ্যে মাংস কেনা – বেচাকে কেন্দ্র করে কথা কাটাটির এক পর্যায়ে খোকন মামুনকে ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয়রা মামুনকে স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মামুনের স্ত্রী ময়না বেগম জানান, পূর্বে মামুন ও খোকন একসাথে ব্যবসা করতো। তাদের মধ্যে হিসাব থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে মতের অমিল হতে শুরু করে এবং দুইজন আলাদা হয়ে যায়। এর পর থেকে খোকন আমার স্বামীকে বিভিন্ন সময় মারধরের চেষ্টা করে। কিছু দিন আগেও সে আমাদের বাড়ির সামনে এসে আমার স্বামীকে মারধরের চেষ্টা করে এবং হুমকি দেয়। আমার সন্তানদের যে অতিম করলো আমি তার কঠিন শাস্তি চাই।
এই বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনার স্থলে গিয়েছিলাম। নিহত মামুন এবং খোকন তারা আপন মামাতো- ফুবাতো ভাই। দুজনেই মাংস বিক্রেতা, মামুন মাংস কম দামে বিক্রি করা কে কেন্দ্র করে কথা কাটাকাটি একপর্যায়ে খোকন তার হাতে থাকা ছুড়ি দিয়ে আঘাত করে মামুনকে। মেডিকেলে যাওয়ার পথেই মামুনের মৃত্যু হয়। লাশ এখন রাজশাহীতে রয়েছে। এ ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।