ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৫:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় মলিনা হত্যা মামলার মূল আসামী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 21, 2024 - 2:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মলিনা হত্যার মামলার মুল আসামী সোনাবার কে ফরিদপুর জেলা থেকে আটক করেছে থানা পুলিশ।
আজ (২১ জানুয়ারি) রোববার মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজীর সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ঘাতক আসমীকে আটক করা হয়।
জানা যায়, গত ২০২৩ সালে জুলাই ৭ তারিখ মান্দা থানাধীন ভালাইন ইউনিয়নের আয়াপুর পাগলি তলা মন্দির সংলগ্ন জনৈক রাজুর নেপিয়ার ঘাসের ক্ষেতে মলিনা (৪৯) নামের একজন মহিলার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের মুল হোতা ঘাতক মোঃ সোনাবর (৪৫) কে ফরিদপুর জেলা থেকে৷ গ্রেফতার করা হয়।
এর আগে মৃত- মলিনার সাথে আসামী সোনাবর এর মুঠোফোনে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । তারা পরস্পরকে  বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং ২০২৩ সালে জুলাই মাসে ৬ তারিখ তারা বিবাহ করার জন্য বাড়ি থেকে বের হয়। সেদিনই তাদের প্রথম দেখা হয়। তারা একত্রে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে সন্ধ্যায় বিবাহ করার জন্য আসামী সোনাবর এর বাড়িতে যায়।
কিন্তু ভিকটিম হঠাৎ তার সিদ্ধান্ত বদল করে এবং সোনাবরকে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আসামী সোনাবর তখনই তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী আসামী সোনাবর ভিকটিমকে তার বাড়িতে পৌঁছে দেয়ার জন্য একত্রে বাড়ি থেকে বের হয়। এরপর পাগলিতলা মন্দিরের কাছাকাছি পৌঁছালে আসামী সোনাবর অতর্কিতভাবে ভিকটিমের গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘাসের ক্ষেতে লুকিয়ে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, সোনাবরকে আটক করে নিয়মিত হত্যা মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#