ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 22, 2024 - 2:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে ।আজ সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমানের নেতৃত্বে উপজেলার গোপালপুর ও আসমা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় দোকানে মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানিকে ৫০০ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় অধীর মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় লাইসেন্স না থাকায় আলফা ডেন্টাল ক্লিনিক নামের একটি ক্লিনিককে বন্ধ করে দেওয়া হয়।

বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান জানান বাজার নিয়ন্ত্রণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে।