ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালে দলিল লিখক সমিতির পক্ষ থেকে এমপি আনিছুজ্জামানকে গণসংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 22, 2024 - 2:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশালে দলিল লিখক সমিতির পক্ষ থেকে ময়মনসিংহ-(৭ ত্রিশাল) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য,তিনবারের নির্বাচিত সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি

আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে দলিল লিখক সমিতির পক্ষ থেকে গণসংবর্ধনা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে দলিল লিখক সমিতির সভাপতি শরীফুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন সরকারের নেতৃত্বে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে আপনাদের স্বত্বস্ফূর্ত অংশগ্রহণে আমি বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনবার মেয়র নির্বাচিত হয়েছিলাম আপনাদের ভোটে। ত্রিশাল পৌরসভা এলাকায় উন্নয়ন করতে পেরেছি। এবার এমপি হিসাবে নির্বাচিত করেছেন। আমার এই বিজয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বিজয়; জননেত্রী শেখ হাসিনার বিজয়। এ বিজয়ে আপনাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি।

তিনি আরও বলেন, এখন সময় এসেছে ত্রিশালকে অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও যোগাযোগ ব্যবস্থায় উন্নতি সাধন করে সর্বস্তরের নাগরিক অধিকার প্রতিষ্ঠা সহ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সে লক্ষ্যে প্রথমেই নাগরিক সেবায় পৌরবাসীর সুস্থ বিনোদনের অভাব পূরণে একটি বিনোদন পার্ক প্রতিষ্ঠার কাজ করা হবে। ইতিমধ্যে কিছু রাস্তা ঘাট উন্নয়নের কাজ উদ্বোধন করা হয়েছে। উপজেলার অবহেলিত, উন্নয়ন বঞ্চিত রাস্তাঘাট উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। অচিরেই আমরা একটি দৃষ্টিনন্দন বিনোদন মোলক উপজেলা পাব ইনশাল্লাহ।

দলিল লিখক সমিতির সভাপতি শরীফুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, সাব রেজিষ্ট্রার জাহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল নয়ন প্রমুখ।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি শরীফুল ইসলাম সরকার। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ত্রিশাল দলিল লিখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান সরকার,সহ-সভাপতি আনোয়ার হোসেন

কাঞ্চন,যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সরকার,সাংগঠনিক সম্পাদক আমিনুল হক (মিন্টু) সরকার,সহ সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খোকন সরকার,প্রচার সম্পাদক এমদাদুল হক (মিলন) সরকার,দপ্তর সম্পাদক ওমর ফারুক (বাবুল) সরকার, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ সরকার,সদস্য আব্দুর রশিদ সরকার, আবদুল মতিন সরকার, জান্নাতুল ফেরদৌস (দিদার) সরকার প্রমুখ।