ইতালির মনফালকনে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :ইতালির মনফালকনে বাংলাদেশী সহ মুসলিম কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে নানা বিভ্রান্ত,অপপ্রচার এর প্রতিবাদ জানিয়ে গতকাল রবিবার মনফালকনে বসবাসরত প্রবাসী বালাদেশীদের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনফালকনে বাংলাদেশী কমিউনিটি দ্বারা সদ্য গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দের মধ্যে চেন্ত্র কুলতুরালে ইসলামিকো দারুস সালাম এর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন খন্দকার, চেন্ত্র কুলতুরালে
ইসলামিকো বাইতুস সালাত এর সভাপতি রেজাউল হক রাজু, সোস্যাল একটিভিটিস মাসুম আহমেদ এবং ইন্তেগ্রিয়ামোচি এসোসিয়েশন এর সভাপতি হামীম হোসাইন। অসুস্থতার কারনে অনুপস্থিত থাকেন বাংলাদেশ সোস্যাল এন্ড কালচারাল এসোসিয়েশনের সভাপতি ফরিদুল ইসলাম আনিস।
এছাড়াও সংবাদ সম্মেলনে মনফালকনে শহরের বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হামীম হোসাইন বিশেষভাবে জোর দিয়ে বলেন, যেহেতু দীর্ঘদিন মনফালকনে কমিউনিটির মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি নেই সেহেতু কেউ বাংলাদেশী কমিউনিটির নাম ব্যাবহার করে কারো কোন কাজ করা উচিৎ নয়। কারো কারনে যেন আমাদের ঐক্যর মাঝে ফাটল না ধরে। এদেশে পরবর্তী প্রজন্মের জীবন যাত্রাকে সুন্দর ও মসৃণ করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সংবাদ সম্মেলনে বক্তারা।