পত্নীতলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ৫২তম বাঃলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী উপলক্ষে গতকাল রোববার নজিপুর হাইস্কুল মাঠে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান এর সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।