করোনেশন কৃষ্ণপ্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলার শতবর্ষী এতিহ্যবাহী প্রতিষ্ঠান করোনেশন কৃষ্ণপ্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদাধিকার বলে প্রতিষ্ঠানটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।
অনুষ্ঠানে দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে ফারজানা আক্তার ববি বলেন, সুন্দর শিক্ষার পরিবেশ ও একদল অভিজ্ঞ শিক্ষকের হাত ধরে উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী স্কুলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।আমরা তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য বদ্ধপরিকর।
নবীন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রিটিশ শাসনকালে বারহাট্টা অঞ্চলের জমিদার বাবু মোহিনী মোহন গুন কেন্দুয়া উপজেলার সাজিউড়ার জমিদারের আমন্ত্রনে সাজিউড়াতে যান। নিমরন্ত্রন বাড়িতে কিশোরগঞ্জের একজন শিক্ষক তার পরিচয় জানার আগ্রহ প্রকাশ করলে তিনি তাঁহাকে তাঁর পরিচয় দেন। কিন্তু তাঁর নিবাস বারহাট্টাকে সে্ই শিক্ষক মহোদয় চিন্তে পারেন নি ।
জমিদার মহোদয় লজ্জিত হন। নিজ বাড়ি এসে বারহাট্টাকে পরিচিত করানোর চিন্তা করেন এবং সিন্ধান্ত নেন শিক্ষার আলো ছাড়া এই অঞ্চলকে পরিচিত করানো সম্ভব নয়। এ লক্ষ্য তাঁর জমিদারির উলেস্নখযোগ্য ব্যক্তি বর্গের সঙ্গে পরামর্শ করে এখানে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। নিজ জমিদারির গোবিন্দপুর মৌজায় ১৯১৪ খ্রিষ্টাব্দে তাঁর পিতা কৃষ্ণপ্রসাদ গুনের স্মৃতিকে সমুন্নত রেখে প্রতিষ্ঠা করেন করোনেশন কৃষ্ণপ্রসাদ ইনষ্টিটিউশন ।যা পরবর্তীতে ২০১৮ সালে সরকারীকরণ করা হয়।