ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে বারী-১২ জাতের বেগুন চাষে কৃষক শফিকুলের বাজিমাত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 24, 2024 - 4:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

মোঃ নাসিম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)ঃ- চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো বারি বেগুন-১২ চাষ করে বাজিমাত করেছেন নাচোল উপজেলার ফতেপুুুর ইউপির চাঁনপাড়ার কৃষক শফিকুল ইসলাম। ব্যতিক্রমী বেগুন চাষের মাধ্যমে এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। দেখতে লাউয়ের মতো, আকারে বেশ বড় ও খেতে সুস্বাদু এ বেগুন চাষে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।

নাাচোল উপজেলার ফতেপুুুর ইউপির চাঁনপাড়ার কৃষক শফিকুল ইসলাম বারি বেগুন-১২ এর চাষ করছেন।

তিনি ১০কাঠা জমিতে এ বেগুন চাষ করেছেন। প্রত্যেকটি গাছেই ফলন এসেছে।তিনি জানান,এ বেগুনটা দেখতে সবুজ এবং এতটাই বড়, মনে হবে অনেকটা লাউয়ের মতো। যেখানে অন্য বেগুনের দাম কেজিতে ২৫ টাকা সেখানে বারি বেগুন-১২ এর পাইকারী দাম ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। এখন পর্যন্ত গাছে কোন রোগ-বালাই বা পোকা-মাকড়ের আক্রমণ নেই বলে জানান। এ পর্যন্ত ৭০/৮০হাজার টাকার বেগুন বিক্রি করেছেন বলে জানান।তিনি আরো বলেন,আমার বেগুন ক্ষেত এলাকায় বেশ সাড়া ফেলেছে। বড় আকারের বেগুন দেখতে কৃষকরাও ভিড় করছেন। আগামীতে এখান থেকে বীজ সংগ্রহ করে এ জাত চাষের ইচ্ছার কথা জানান তারা। এমন আরো একাধিক কৃষক বারি-১২ জাত চাষে আগ্রহের কথা বলেন।

নাচোল উপজেলা কৃষি অফিসার সোহেল আকরাম জানান,গত বছর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক স্যারের মাধ্যমে প্রথমে এ জাতটির সাথে পরিচিত হই। পরে নাচোল উপজেলার কৃষি অফিসারের দায়িত্ব পেলে এ এলাকায় বারি-১২বেগুন জাতের সম্প্রসারণের পরিকল্পনা গ্রহন করি,সেখান থেকেই এ বছর নাচোল উপজেলার চাঁনপাড়ায় কৃষক শফিকুলকে চারা এনে দেই। শফিকুল ইসলাম এ বেগুন চাষে সফলতা এনেছেন।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার এ বেগুনের নমুনা দেখে কৃষকদের এ বেগুন চাষে উৎসাহ প্রদান করেছেন।তিনি আরো বলেন,বারি-১২বেগুনের প্রতিটি ওজন ১কেজি ২০০গ্রাম থেকে ১কেজি।আগামীতে এটি উপজেলায় আরও সম্প্রসারিত করা হবে। তবে এ জাতটি চাষ করলে পাখির জন্য নেট দিতে হবে কারণ সুস্বাদু ও নরম হওয়ায় পাখির জন্যও খুব প্রিয়।