ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মধ্যে কম্বল ও খাবার বিতরণ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 24, 2024 - 4:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

কেরানীগঞ্জ (ঢাকা ) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় আজ সকাল দশটায় ঢাকা জেলা পুনকের উদ্যোগে ৩২০ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীর মধ্যে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে । ঢাকা জেলা পুনকের সবানেত্রী রেজওয়ানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসাদুজ্জামান পিপিএম বার ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা জেলার এডিশনাল এসপি আমিনুল ইসলাম, এডিশনাল এসপি সাজ্জাদুর রহমান ও কেরানীগঞ্জ সার্কেল অ্যাডিশনাল এসপি শাহাবুদ্দিন শাহ ও কেরানীগঞ্জ মডেল থানা অফিসার্স ইনচার্জ মো মোস্তোফা কামাল প্রমূখ। বুদ্ধি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা কম্বল ও খাবার পেয়ে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছে। পুলিশ সুপার আসাদুজ্জামান জানান প্রতিবন্ধীদের সেবা অব্যাহত থাকবে এবং যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে তাদের সেবা করার জন্য ঢাকা জেলা পুলিশ সদা প্রস্তুত আছে।