ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:২৮ অপরাহ্ন

প্রথমবারের মতো ফ্যাশন শো তে ফ্যাশন কর্নার বাই প্যারিস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 25, 2024 - 7:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

ফ্রান্স : ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে জনপ্রিয় অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান ফ্যাশন কর্নার বাই প্যারিস আমাদের কথা পত্রিকা আয়োজিত ফ্যাশন শোতে অংশ নিয়ে বাজিমাত করেছে।

ওভারবিলায় বিডি কমিউনিটি হলে আয়োজিত এ ফ্যাশন শো তে ফ্যাশন কর্নার বই প্যারিস এর স্বত্বাধিকারী রিয়া সুলতানার এ প্রতিষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবাসীদের মন কাড়ে।

আমাদের কথা পত্রিকার দশ বছর উপলক্ষে আয়োজন করা হয় এ ফ্যাশন শো। ফ্যাশন কর্নার বাই প্যারিস এর তিনজন মডেল বাংলাদেশী শাড়ি পরে মঞ্চে হাঁটেন। এসময় উপস্থিত দর্শকদের করতালিতে হলরুমে ব্যতিক্রমী পরিবেশ বিরাজ করে।

আমাদের কথা পত্রিকার সম্পাদক লুৎফুর রহমান বাবু ও নাবিলার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের হ্যাড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম , ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম) ,ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, বাংলা অটো ইকুলের পরিচালক হোসেন সালাম রহমান, মির্জা গ্রুপের চেয়ারম্যান মাজহারুল বার্নার্ড মির্জা , বিডি ফার্নিচার’র চেয়ারম্যান মিয়া মাসুদ,এস এ ওয়ার্ল্ড’র স্বত্বাধিকারী সাব্বির আহমেদ।

ফ্যাশন কর্নার বই প্যারিসের স্বত্বাধিকারী রিয়া সুলতানা বলেন নারীদের কাছে সবসময়ই আকর্ষণীয় হচ্ছে বাংলাদেশের আধুনিক পোশাক। বর্তমানে নিজেদের চেনাজানা গ্রাহকদের মধ্যেই পণ্য বিক্রি করা হচ্ছে । এমন আয়োজনের মাধ্যমে বৃহৎ বাজারে প্রবেশ সম্ভব।