ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ১১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাটোর জেলার সদর ভাটুদারা এলাকায় অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 25, 2024 - 4:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ২৪ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ২০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ভাটুদারা গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ট্যাপেন্টাডল ট্যাবলেট- ২৩০ পিস, (খ) মোবাইল০২ টি, (গ) সীমকার্ড-০২, (ঘ) মেমোরী কার্ড-১টিসহ আসামী ১। মোঃ হানিফ আলী (৫২), পিতা-মৃত হামেদ আলী, সাং-বড়বাড়ি, থানা-সিংড়া, জেলা-নাটোরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত আলামত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করে আসছে।