ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সুইজারল্যান্ডের জেনেভায় নারীদের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 31, 2024 - 6:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়ে গেলো শীতকালীন পিঠা উৎসব। জেনেভায় বসবসারত প্রবাসী বাংলাদেশী নারী মোশফেকা মাহমুদা মিনু, রোজিনা আক্তার, নিশাত আক্তার, লিলি ইসলাম এর আয়োজনে শার্মির নাইন্টি নাইন হলে এই পিঠা উৎসবে শতাধিক প্রবাসী বাংলাদেশী ও শিশু কিশোর ও বিদেশী রা অংশ গ্রহন করেন ।

হরেক রকমের দেশীয় শীতের পিঠা নিয়ে হাজির হন সবাই। রেড চিলি রেস্টুরেন্টের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য দেয়া হয় দুপুরের খাবার বিরিয়ানি ।বড় দের ও শিশু কিশোর কিশোরীদের জন্য বিভিন্ন খেলার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিজশীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্লাব জেনেভার সম্মানিত সভাপতি ও কমিউনিটি ব্যাক্তিত্ব হারুন রশীদ। ইতি ইসলাম এর উপস্থাপনায়

এই উৎসবে প্রবাসে জন্ম নেওয়া শিশু কিশোররা
বেশ আগ্রহ নিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী সব পিঠা উৎসবে অংশ নেন। আয়োজকরা জানান, আমাদের ই দায়িত্ব প্রবাসে বেড়ে উঠা পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশ ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য কে তুলে ধরা। যাতে সুইজারল্যান্ডের বুকে বহুকাল বাংলাদেশের নাম ও ঐতিহ্য গর্বের সাথে মনে রাখে।
পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নুরুল ইসলাম জর্জ,শামিম সিকদার,আনোয়ারুল ইসলাম জর্জ,মাহবুবুর রহমান প্রমুখ।