চার স্তরের নিরাপত্তায় প্রতি আসনে ৪৪ জন পরিক্ষার্থীর অংশগ্রহণে রাবির ভর্তি পরীক্ষা
জিয়াউল কবীর স্বপন স্টাফ রিপোর্টার,রাজশাহী:প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চার শিফটের পরিক্ষায় অংশ গ্রহণের মধ্যদিয়ে রাবিতে ভর্তি পরীক্ষা যুদ্ধ শুরু হয়েছে । আজ কলা অনুষদের পরিক্ষা।‘সি’ ইউনিটে এক হাজার ৫৯৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৬ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু৷ সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪৮ জন ভর্তিচ্ছু পরিক্ষার্থী।
এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ আসন সংখ্যা চার হাজার ৪৩৮টি। এ আসনের বিপরীতে ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন প্রাপ্ত আছে।
‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি আবেদন জমা পড়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭ টি। এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪৫৬টি এবং নারী আবেদনকারীর সংখ্যা ৬৪ হাজার ৫২১টি। আজ বুধবার কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরিক্ষা ও আগামীকাল বৃহস্পতিবার ব্যবসায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ।
চলমান ভর্তি পরীক্ষায় স ধরনের জালিয়াতি ঠেকাতে প্রক্টরিয়াল বডি, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও কার্যকর রয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিকদের জানালেও প্রায় ৫০ হাজার শিক্ষার্থী আবাসন সমস্যায় পড়েছে বলে জানা গেছে।