কাউন্সিলর প্রার্থী বিল্লালের কাটা চামচের মিছিলে জনতার ঢল
ষ্টাফ রিপোর্টারঃ প্রচারণার শেষের দিকে জমে উঠেছে ময়মনসিংহ সিটি করপোরেশন এর নির্বাচন। সিটি করপোরেশন এলাকার ২নং ওয়ার্ডেও একই চিত্র। শেষ পর্যায়ের প্রচার প্রচারণায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশ তৈরী হয়েছে। বুধবার বিকালে নগরীর কালিঝুলি স্টেডিয়াম গেইট এলাকায় সরে জমিনে গেলে দেখা যায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা সাব্বির হোসেন বিল্লাল এর কাটা চামচ প্রতীকের পথসভা ও মিছিলে হাজারো জনতার সমাগম হয়েছে।
বুধবার বিকেল ৪টায় নির্বাচনী পথসভা ও মিছিলে ২ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে ওয়ার্ডের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।
সভায় তারা বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। আমরা চাই নির্বাচন সুষ্ঠু হউক, আর সুষ্ঠু নির্বাচন হলে কাটা চামচ প্রতীক নিয়ে বিল্লাল বিপুল ভোটে নির্বাচিত হবেন।
কাউন্সিলর প্রার্থী সাব্বির হোসেন বিল্লাল তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ” জনগণ আমার সাথে আছে। সুষ্টু নির্বাচন হলে অবশ্যই বিজয়ী হবো। আমার পক্ষে জনতার ঢল দেকে অনেকের ঘুম হারাম হয়েছে। তিনি আরো বলেন- আপনারা সকলে আগামী ৯নার্চ সিটি করপোরেশন নির্বাচনে কাটা চামচ প্রতীকে ভোট দিলে উন্নত সমৃদ্ধ ২নং ওয়ার্ড গড়বো । ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড উন্নয়নের মহাসড়কে কিন্তু সেই তুলনায় আমাদের এই ওয়ার্ড অনেকটাই পিছিয়ে, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট নেতৃত্ব তৈরি করছেন বর্তমান সরকার ।
আমাদের ২নং ওয়ার্ডে দলীয় নেতৃবৃন্দের অনৈক্য পরিলক্ষিত হচ্ছে, এই সমস্যার জন্য যে কোন নির্বাচনে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত সময়ে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। আসন্ন নির্বাচনে আমি আপনাদের ভোট ও দোয়া চাই, যদি আমাকে যোগ্য মনে করেন তা হলে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ওয়ার্ডের উন্নয়নে ও আপনাদের সেবায় সর্বদায় পাশে থাকবো কথা দিলাম।