মির্জাপুরে হারল্যান স্টোর নিউইয়র্ক ব্রান্ড কসমেটিকস শোরুম উদ্বোধন
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলের মির্জাপুরে হারল্যান স্টোর ব্রান্ড কসমেটিকস শোরুম উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
শনিবার দুপুর ১২টার সময় মির্জাপুর পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নীচ তলায় এই শোরুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আন্তর্জাতিক মানের সব কসমেটিক্স ও প্রসাধনী পণ্য দেশের সকল জেলা-উপজেলাতে পৌঁছে দিতেই এ হারল্যান স্টোর শোরুম এজেন্ট নিয়োগ দিচ্ছে। কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক। এছাড়াও তিনি টাঙ্গাইলের গর্ব প্রয়াত নায়ক মান্না’র প্রশংসা করেন।
চিত্রনায়ক ইমন বলেন, বাংলাদেশের সুপারস্টার সাকিব খান ও ক্রিকেটের নাম্বার ওয়ান সাকিব আল হাসান দুজনে আজকেও ঢাকাতে এই কোম্পানির সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সময় উপস্থিত ভক্ত-দর্শকদের সাথে অপু বিশ্বাস ও ইমন হারল্যান স্টোরে নিজেস্ব গানের প্রার্ফম ও সেলফি তোলেন।
মির্জাপুর হারল্যান স্টোরের পরিচালক মো. শাহিন আলম জানান, মানসম্মত অথেনটিক কসমেটিক্স পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এ ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক এসব স্টোর সৌন্দর্যপ্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদা পূরণ করবে। থাকছে বিনামূল্যে স্কিন অ্যানালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোন ধরনের কসমেটিক্স প্রয়োজন সহজেই তা জানতে পারবেন।